- প্রস্তাবিত ইমারতের মোট তলার সংখ্যা, মোট তলার ক্ষেত্রফল, প্রত্যেক তলার ব্যবহারযোগ্য ক্ষেত্রফল ও অবস্থান, মোট আবাসিক ইউনিটের সংখ্যা, FAR এর হিসাব সংক্রান্ত প্রতিবেদন ও নক্সা;
- সাইটের সীমানা, আবেদনকারীর মালিকানাধীন পার্শ্ববর্তী কোনো জমি (যদি থাকে) ও রাস্তার পরিমাপসহ সাইটের ওপর অবস্থিত বর্তমান ও প্রস্তাবিত ভবন, অথবা অন্য কোনো কাঠামোর অবস্থান ও ব্যবহার, সাইট সংলগ্ন ভবন ও সাইটের সীমানা থেকে দূরত্ব সহ সাইট প্ল্যান।
- প্রস্তাবিত উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় পানির আনুমানিক চাহিদা, পানির উৎস ও পানি সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন;
- প্রস্তাবিত উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের আনুমানিক চাহিদা, বিদ্যুতের উৎস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন;
- সাইটের সঙ্গে সংযুক্ত রাস্তার পাশের নর্দমা (ড্রেইন), পানি নিষ্কাশনের প্রাকৃতিক জলপথ, পানিপ্রবাহ ও প্রস্তাবিত পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন;
- বর্তমান বৈদ্যুতিক লাইন, পানি সরবরাহ লাইন, পয়ঃপ্রণালী (যদি থাকে) এর অবস্থান ও প্রস্তাবিত সংযোগ বিষয়ক নক্সা;
- প্রয়োজনীয় নাগরিক সুবিধাদির সংস্থানসহ বিস্তারিত স্থানিক নক্সা ও ন্যূনতম ১: ১,০০০ স্কেলে অঙ্কিত ধারণাগত নকশা (conceptual drawing);
- সাইটের ও সাইটের অবস্থানের ২৫০ (দুই শত পঞ্চাশ) মিটারের মধ্যে সকল প্রাকৃতিক উপাদান (নদী, জলাধার, উন্মুক্ত স্থান, বাগান, পাহাড়, ইত্যাদি) ও ঐতিহাসিক ভবনের অবস্থান সম্বলিত নক্সা;
- রাজউক ব্যতীত সরকারের অন্য কোন সংস্থা কর্তৃক পরিকল্পিত ও উন্নয়নকৃত এলাকায় অবস্থিত প্লটের জন্য সংশ্লিষ্ট সংস্থার অনাপত্তিপত্র। শর্ত থাকে যে, মালিকানা সংক্রান্ত মূল কাগজপত্র pdf/ Jpeg ফরম্যাটে স্ক্যানকৃত হইতে হইবে;
- সাইট সংলগ্ন সকল সড়কের নাম, cross section ও ফুটপাথের অবস্থানসহ ট্রাফিক সারকুলাশন সংক্রান্ত প্রতিবেদন। উক্ত প্রতিবেদন প্রণয়নে সংশ্লিষ্টদের Traffic Engineering/Planning বিষয়ে ডিগ্রি থাকিতে হইবে;
- সংলগ্ন সড়ক ও প্লটের গড় উচ্চতা (msL) সহ ভূতাত্তিক জরিপ সংক্রান্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে);
- বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে);
- প্রক্ষেপিত জনসংখ্যার আলোকে নগর পরিকল্পনা, পরিবেশ ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত পরিকল্পনাবিদ কর্তৃক প্রস্তুত ও স্বাক্ষরিত ‘পরিকল্পনা প্রতিবেদন (Planning Report)’;
- সাইটের অভ্যন্তরে প্রস্তাবিত আবর্জনা সংগ্রহের স্থান ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষায়িত বর্জ্য ব্যবস্থাপনা (হাসপাতাল প্রভৃতি প্রযোজ্য ক্ষেত্রে) , এবং শিল্প এলাকার বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা (প্রস্তাবিত ETP ও STP এর অবস্থানসহ) সংক্রান্ত প্রতিবেদন;
- পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদান কৃত অবস্থানগত ছাড়পত্র ও প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে);
- ঢাকা পরিবহণ সমনয় কর্তৃপক্ষ আইন, ২০১২ অনুজায়ী DTCA হইতে অনুমোদিত TIA (প্রযোজ্য ক্ষেত্রে);
- জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন প্লটের ক্ষেত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের অনাপত্তি পত্র;